পুরান ঢাকায় ৪ তলা ভবনে ফাটল


প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১২ আগস্ট ২০১৪

পুরান ঢাকার বংশালের সিদ্দিকবাজারে ৪তলা একটি ভবনে ফাটল দেখা দেওয়ায় ওই ভবনের বাসিন্দাদের নামিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে ওই ভবনে ফাটল দেখা দেওয়ার পর পাশের অপর দুটি টিনশেড ঘরের মেঝেতেও চিড় দেখা দিয়েছে।

বংশাল থানার পরিদর্শক তদন্ত আবুল হাসান জানান, ৯৯/১ সিদ্দিকবাজারে ওই ৪তলা ভবনে মঙ্গলবার ভোরের দিকে ফাটল দেখা দেয়। খবর পেয়ে দুর্ঘটনার শঙ্কায় বাড়ির মালিকসহ সব বাসিন্দাদের নামিয়ে দিয়েছে পুলিশ।

তিনি আরও জানার, ভবন ও এর পাশের টিনশেডে ফাটলের খবরটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) জানানো হয়েছে। প্রাথমিক অবস্থায় ভবনটিতে তালা দিয়ে রাখা হয়েছে। রাজউক কর্মকর্তারা এসে পরবর্তী ব্যবস্থা নিবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।