আফগানিস্তানে বোরকা পরে পুরুষদের মিছিল


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৬ মার্চ ২০১৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীর অধিকারের পক্ষে বোরকা পরে মিছিল করেছেন পুরুষরা। নারীর অধিকার বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে তাঁরা এই অভিনব মিছিলটি করেন। খবর ইনডিপেসডেন্ট।

খবরে বলা হয়, আকাশি নীল রঙের বোরকা পরে ২০ জন পুরুষ নারীর অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার হাতে নিয়ে মিছিল করেন। আফগান পিস ভলান্টিয়ারস নামে একটি সংগঠনের আয়োজনে আগামী ৮ মার্চ নারী দিবসের আগে পুরুষদের এই অভিনব মিছিলটি সবার নজর কাড়ে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, পশ্চিমাদের ইন্ধনেই বোরকার বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল। এটি নারীদের ভোলাতে পারবে না কারণ ইসলামে নারীদের অনেক অধিকার দেওয়া হয়েছে।   

আফগানিস্তানে ১৯৯০ সালে ক্ষমতা দখলের পর তালেবান নারীদের বোরকা পড়া বাধ্যতামূলক করে। বোরকা পরা সত্বেও আফগানিস্তানে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে নারীরা নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।