বুধবার সেশেলি যাচ্ছেন মোদি, এপ্রিলে আসতে পারেন ঢাকায়


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৬ মার্চ ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ মার্চ বুধবার সেশেলি সফরে যাচ্ছেন। সেশেলি সফরের মধ্য দিয়েই তিনি তিন দেশের সফর শুরু করবেন। তবে মোদি এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকা সফরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ১১ মার্চ সেশেলির রাষ্ট্রপতি জেমেস অ্যালেক্সিস মিশেলের সঙ্গে দ্বিপাক্ষিক উপকূলবর্তী বিষয়ে আলোচনা করবেন মোদি। ১১ তারিখের দ্বিতীয় ভাগে এবং ১২ মার্চ মরিশাসে থাকবেন তিনি। মার্চের ১৩-১৪ তারিখে থাকবেন শ্রীলঙ্কায়। সেখানে তিনি দেশটির সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি সিরিসেনা এবং অন্যান্য বিশিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, মোদির বাংলাদেশ সফরে বিষয়টি এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহেই তিনি ঢাকা সফর করবেন। সূত্র জানায়, মোদির ঢাকা সফর আটকে আছে দ্বিপক্ষীয় স্থলসীমান্ত চুক্তি ভারতীয় পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় থাকার কারণ। সম্প্রতি ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ঢাকা সফরের জন্য মোদি পার্লামেন্টের অবকাশকালীন সময় বেছে নেবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকা ও দিল্লি আশা করছে, ভারতের পার্লামেন্টের চলতি অধিবেশনেই স্থলসীমান্ত চুক্তি অনুমোদন হবে। চলতি অধিবেশন শেষ হবে ২০ মার্চ। ২০ এপ্রিল আবার অধিবেশন ডাকা হবে। তাই চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে তিনি ঢাকা সফর করতে পারেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।