জাকার্তার গভর্নরের বিরুদ্ধে ব্লাসফেমি আইনে বিচার শুরু


প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

ইসলাম অবমাননার অভিযোগে ব্লাসফেমি আইনে বিচারের মুখোমুখি হয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর  বাসুকি টিজাহাজা পুর্নামা। ব্লাসফেমি আইনে আদালতে শুরু হওয়া বিচারের প্রথম দিনে মঙ্গলবার চীনা বংশোদ্ভূত জাকার্তার এই গভর্নর ইসলাম অবমাননার অভিযোগ অস্বীকার করেছেন। এ সময় চোখের পানি ধরে রাখতে না পারায় আদালতে আবেগঘন পরিবেশের তৈরি হয় বলে জানিয়েছে বিবিসি।  

গভর্নর বাসুকি টিজাহাজা দেশটিতে অহক নামে পরিচিত; ইসলাম অবমাননার অভিযাগ অস্বীকার করে আদালতে কেঁদে ফেলেন। গত ৫০ বছরের ইতিহাসে দেশটির প্রথম অমুসলিম গভর্নর অহক। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ধর্মীয় সহনশীলতার একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে অহকের বিরুদ্ধে চলমান এই বিচারকে।

আদালতের বিচারকরা বলেছেন, কোরআনের অায়াতের অপব্যবহার করে ইসলাম অবমাননা করেছেন পুর্নামা। আগামী ফেব্রুয়ারিতে জাকার্তার গভর্নর নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে পুর্নামা অংশ নেবেন। বিরোধীরা বলছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিম শাসন করতে পারে না। তারা কোরআনের একটি আয়াত তুলে ধরে এ দাবি করেছেন।

কিন্তু পুর্নামা বলছেন, কোরআনের আয়াত ব্যবহার করে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছেন বিরোধীরা। তার এই মন্তব্যের পর ইসলাম অবমাননার অভিযোগ এনেছে বিরোধীরা।

জাকার্তার এই গভর্নর বলেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলে চীনা বংশোদ্ভূত পুর্নামাকে ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সংক্ষিপ্ত শুনানির পর আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত আদালতের কার্যক্রম মূলতবি করা হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।