ভারতে ধর্ষককে জেল ভেঙে বের করে পিটিয়ে হত্যা
ভারতে ধর্ষণের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে জেল ভেঙে বের করে এনে পিটিয়ে মেরে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের উত্তর-পূর্বের প্রদেশ নাগাল্যান্ডের দিমাপুরে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত ব্যক্তি গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় মহিলা কলেজের এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করে বলে জানা গেছে।
সকালেই এই ধর্ষণের প্রতিবাদে শহরে প্রতিবাদ মিছিল বের করে জনগণ। তারই রেশ ধরে বিক্ষুব্ধ জনতা জেলের ফটক ভেঙে টেনে হিঁচড়ে বের করে আনে ৩৫ বছর বয়সী এই ব্যবহৃত কারের ব্যবসায়ীকে। তারপর তাকে নগ্ন করে ছেঁচড়ে নিয়ে যায় চার মাইল পথ। এসময় ক্রমাগত মারধোর করা হয় তাকে। জনগণের হাতে মার খাওয়ার এক পর্যায় মারা যায় অভিযুক্ত ব্যক্তি।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করলে এবং কয়েক রাউন্ড গুলি চালালে কয়েকজন আহতও হয়। এ অবস্থায় পুলিশের দিকেও ঢিল ছুঁড়তে থাকে প্রতিবাদী জনতা।
নির্ভয়া হত্যাকান্ডের ওপর নির্মিত ব্রিটিশ প্রামাণ্যচিত্র ভারতে প্রচারে নিষেধাজ্ঞা জারি এবং তা নিয়ে বিতর্কের মধ্যেই নাগাল্যান্ডে জনগণের নিজের হাতে বিচার তুলে নেওয়ার এই ঘটনা ঘটলো।
এসআরজে