রাশিয়ার বিমান হামলায় পালমিরা ছেড়েছে আইএস


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখলের কয়েক ঘণ্টা পরই রুশ বিমান হামলার মুখে শহরটি থেকে পিছু হটেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, রুশ বিমান হামলার মুখে জঙ্গিরা শহরের উপকণ্ঠের দিকে সরে গেছে। খবর বিবিসির।

সিরীয় বাহিনীও আলেপ্পো থেকে সৈন্য এনে পালমিরায় অবস্থান মজবুত করেছে বলে খবরে জানানো হয়েছে। পালমিরা শহরটি ২০১৫ সাল থেকে দখল করে রেখেছিল আইএস। গত মার্চে জঙ্গিদের ওই এলাকা থেকে বিতাড়িত করা হয়।

চলতি সপ্তাহের শুরুতেই পালমিরায় প্রবেশের জন্য আক্রমণ শুরু করে আইএস এবং শনিবার তারা শহরটিতে প্রবেশে সমর্থ হয়। শহর বেদখল হওয়ার নয় মাস পর হঠাৎ করেই অতর্কিত হামলা চালিয়ে শহরটি দখল করে নেয় জঙ্গিরা।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ন অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাশিয়ার তীব্র বিমান হামলার কারণে আইএস সেখান থেকে সরে গিয়ে শহরের উপকণ্ঠের কিছু ফলের বাগানে আশ্রয় নিয়েছে। পালমিরার উপকণ্ঠে এখনো যুদ্ধ চলছে বলে জানানো হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।