কেনিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৩


প্রকাশিত: ০৭:২৫ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

কেনিয়ায় একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, ট্যাঙ্কারটি উগান্ডার দিকে যাচ্ছিল। খবর এএফপি ও বিবিসির।

শনিবার রাতে রাজধানী নাইরোবির উপশহর নাইভাশার রাস্তায় পেট্রলবাহী  ট্যাঙ্কারের সঙ্গে বেশ কিছু গাড়ির সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।

কেনিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তর জানিয়েছে, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনায় ১১টির বেশি গাড়িতে আগুন ধরে গেছে।

নাইভাশা শহরে ঢোকার মুখে একটি সেতু পার হওয়ার পর ওই ট্যাঙ্কারের চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।