ঘন কুয়াশার কারণে চীনে সতর্কতা জারি


প্রকাশিত: ০৫:৪০ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

চীনের বেশির ভাগ জায়গায় ধোঁয়া ও ঘন কুয়াশার কারণে ইয়োলো সতর্কতা জারি করা হয়েছে। বেইজিং, তিয়ানজিন, হেবেই, হেনান, শাংডং, শানজি, শানসি, হুনান এবং জিনাজি শহরে দু’দিন ধরে ঘনকুয়াশা ঘিরে থাকবে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে সে দেশের আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, অতিরিক্ত দূষণের কারণে চারদিকে ধোয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর চীনে এখন ঠাণ্ডার সময়। ঠাণ্ডায় কুয়াশা ও জ্বালানি কয়লার ধোঁয়া একসঙ্গে বায়ুতে মিশ্রণের ফলে দূষণ ছড়াচ্ছে।

বেইজিং,সানডং, তাইনজিনসহ আরো দশটি শহরে কয়লার অতিরিক্ত ব্যবহারে দূষন ক্রমশ বাড়ছে। বায়ু দূষণ রুখতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু কয়েক বছর ধরে চীনের অনেক জায়গাতে বায়ু দূষণের প্রভাব বেশ লক্ষ্য করা যাচ্ছে।

দূষণের কারণে লোকজনকে বেশ বিপাকে পড়তে হচ্ছে। সকালের অনেকটা সময় পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হচ্ছে।

চীনে চার ধরনের সতর্কতা চালু রয়েছে। লাল রঙের সতর্কতা জারি হওয়া মানে খুব কঠিন পরিস্থিতি। এর পাশাপাশি অরেঞ্জ, ইয়োলো ও ব্লু সতর্কবার্তার ব্যবস্থাও রয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।