তুরস্কে খেলার মাঠের কাছে বোমা হামলায় নিহত ১৩


প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬

তুরস্কের ইস্তানবুলে একটি ফুটবল খেলা শেষে শনিবার ওই খেলার মাঠের কাছে এক বোমা হামলায় কমপক্ষে ১৩  ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সইলু বলেন, ধারণা করা হচ্ছে এটা একটা গাড়ি বোমা হামলা ছিল। যা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে করা হয়েছিল।

এ হামলার পর তারা গুলির শব্দ শুনতে পান বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা।

কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে কুর্দি গেরিলা গ্রুপকে সন্দেহ করা হচ্ছে। দেশটির পরিবহণ মন্ত্রী আহমেত আরসালান এক টুইটে লেখেছেন- এটা একটা সন্ত্রাসী হামলা।   

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।