বাথরুম থেকেই পৌনে ৬ কোটি টাকা উদ্ধার


প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬

ভারতে নোট বাতিলের পরই সক্রিয় হয়েছে দেশটির আয়কর দফতর। ইতোমধ্যে দেশটির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুরোনো এবং নতুন নোট মিলিয়ে কয়েকশ কোটি নগদ টাকা এবং সোনা উদ্ধার করেছে সংস্থাটি।


তকে শনিবার সেই তালিকায় যুক্ত হল কর্ণাটকের এক হাওয়ালা ব্যবসায়ীর নাম। চাল্লাকেড়েতে ওই ব্যবসায়ীর বাড়ির বাথরুম থেকে পাঁচ কোটি ৭০ লাখ টাকা মূল্যের নতুন নোট,  ৩২ কেজি সোনার বিস্কুট এবং গয়না উদ্ধার করেছে আয়কর দফতরের কর্মকর্তারা। এছাড়া ৯০ লাখ টাকা মূল্যের পুরোনো নোটও উদ্ধার হয়েছে।

গোপনসূত্রে খবর পেয়েই এই অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। তবে অভিযুক্ত হাওয়ালা ব্যবসায়ীর পরিচয় জানানো হয়নি।

ওই ব্যক্তির বাথরুম, বেসিন এবং দেওয়ালের ভেতর থেকে ২৮ কেজি সোনার বিস্কুট, ৫ কোটি ৭০ লাখ টাকার নতুন ২ হাজারের নোট, ৪ কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে।

জেডএ
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।