মোদির বিরুদ্ধে তাঁরই ভাই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৪ মার্চ ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পথে নামলেন তাঁরই ভাই। শুধু তা-ই নয়, বিজেপিকে হুঁশিয়ারিও দিলেন নরেন্দ্র মোদির ছোট ভাই প্রহ্লাদ মোদি।

‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনে’র ভাইস প্রেসিডেন্ট প্রহ্লাদ মুম্বইয়ের আজাদ ময়দানে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে এক জনসভায় গণবন্টন ব্যবস্থা (পিডিএস)-র আওতাভুক্ত দোকানদারদের কমিশন বাড়ানোর দাবি সমর্থন করে জানিয়ে দিয়েছেন, কেন্দ্র তাঁদের দাবিদাওয়ার প্রতি উদাসীনতা দেখালে উত্তরপ্রদেশ, বিহারে ভবিষ্যতে বড়সড় নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়বে বিজেপি। কমিশন বাড়ানোর পাশাপাশি ডিলারপিছু অন্তত ১ হাজার কার্ড হোল্ডারকে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে, এমন বেশ কিছু দাবি নিয়ে আন্দোলনে নেমেছে ফেডারেশন।

১৯৮০ সাল থেকে প্রহ্লাদ আমদাবাদে নিজে একটি পিডিএস আওতাভুক্ত দোকান চালাচ্ছেন। তিনি বলেছেন, মুদ্রাস্ফীতির হার যেভাবে চড়ছে, তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ খুব বেড়েছে। সুতরাং আমাদের ঠিকঠাক ক্ষতি পুষিয়ে দিতে হবে।

লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির অনুকূলে ভোট টানার ব্যাপারে তাঁদের সংগঠনের ক্ষমতার কথা মনে  করিয়ে দিয়ে প্রহ্লাদের হুঁশিয়ারি, ডিলারদের দাবি উপেক্ষা করলে কিন্তু ক্ষতি হবে বিজেপির।

তিনি বলেন, ‘৭৫ হাজার ফেয়ারপ্রাইস শপ মালিকদের সমর্থন ছিল বলেই উত্তরপ্রদেশে লোকসভা ভোটে ৮০টির মধ্যে ৭৩টি জিতেছিল বিজেপি।কিন্তু দিল্লি বিধানসভা ভোটের আগে সরকার ন্যায্যমূল্যের দোকানদার-ডিলারদের উপেক্ষা করতে শুরু  করে।তার ফল আজ সবাই দেখতে পাচ্ছেন।এই উপেক্ষার মনোভাব বহাল থাকলে বিহারের ৭০ হাজার পিডিএস দোকানদার মুখ ফিরিয়ে নেবেন।বিজেপি ভোটে মার খাবে, উত্তরপ্রদেশেও একই ব্যাপার ঘটবে’।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।