কেজরিওয়ালের পদত্যাগপত্র গ্রহণ করেনি আম আদমি পার্টি
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগপত্র গ্রহণ করেনি পার্টির নীতিনির্ধারণী কমিটি। বুধবার সকালে দলের কাছে এই পদত্যাগপত্র পাঠান কেজরিওয়াল।
দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে দু’জন যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণের অবিরাম সমালোচনা ও আক্রমণের মুখে দলের প্রধানের পদ থেকে দ্বিতীয়বারের মতো পদত্যাগের সিদ্ধান্ত নেন কেজরিওয়াল। তবে পদত্যাগপত্রে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে তিনি অতিরিক্ত কাজের চাপের মধ্যে আছেন’।
এদিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর যাদব এবং ভূষণকে পার্টির মুল নীতিনির্ধারণী কমিটি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে কেজরিওয়ালের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে কমিটি।
এসআরজে