ইউক্রেনে খনি বিষ্ফোরণে ৩০ শ্রমিকের মৃত্যু
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলকৃত এলাকায় বুধবার এক খনি বিষ্ফোরণে ৩০-এরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এক জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও খনন ইউনিয়ন মুখপাত্র এ কথা জানান।
দোনেটস্ক বিমান বন্দরের কাছাকাছি এ বিষ্ফোরণ ঘটে। নগরীতে প্রায় এক বছর যাবত সরকার বাহিনীর সঙ্গে রাশিয়াপন্থী বিদ্রোহিদের সংঘর্ষ চলছে।
কিয়েভে জাতীয় সংসদের চেয়ারম্যান ভোলোদিমির গ্রোসমান জানান, ‘সকালে জাসইয়াদকো খনিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ পর্যন্ত সেখানে ৩২ জনের মৃত্যুর কথা জানা গেছে।’
তিনি পার্লামেন্টে এক মিনিট নিরবতা পালনের আহ্বান জানান। দোনবাস খনি শ্রমিক ইউনিয়ন প্রধান মিকোলা ভোলিয়োনকো মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
তিনি এএফপিকে জানান, ‘এ মুহূর্তে আমরা ৩২ জনের মৃত্যুর কথা জেনেছি। ভিতরে অনেক লোক এখনো আটকা পড়ে আছে।’
এএ