হীরার জুতো!
হীরার অলঙ্কার নয় সম্প্রতি এক জোড়া জুতোয় হীরে বসানোর অর্ডার পেয়েছেন ভারতের সুরাটের একটি স্বনামধন্য দোকান। দুবাইয়ের এক মক্কেলের চাহিদা মতো তৈরি হচ্ছে হীরের তৈরি এই জুতাে জোড়া।
হীরা বসানো জুতো প্রস্তুতকারী সংস্থার মালিক দীলিপ শাহ জানিয়েছেন, এক-একটি জুতোয় মোট ছয় হাজার করে ১২ হাজার টুকরো হিরে বসানো হয়েছে। আর এটাই হবে সবচেয়ে ব্যয়বহুল একজোড়া জুতো!
এর আগে সুরাটেরই একটি গয়নার দোকানে হীরা দিয়ে তৈরি হয়েছে একটি মাথার ক্লিপ।
দোকানের মালিক বিকাশ জুনেলার জানিয়েছেন, কিছুদিন আগেই মোট তিন হাজারটি হীরা দিয়ে একটি মাথার ক্লিপ তৈরি হয়েছে তার দোকানে। যার দাম মাত্র দুই লাখ টাকা!
এইচএন/আরআই