সামরিক বাজেট বাড়াচ্ছে চীন
চীন তার সামরিক বাজেট শতকরা ১০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর সামরিক খাতে শতকরা ১০ ভাগ ব্যয় বাড়ানোর কারণে দেশটির প্রতিরক্ষা খরচ দাঁড়াবে ১৪৫ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার কংগ্রেসের বৈঠকে এ বিষয়টি নিশ্চিত হবে। চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের মুখপাত্র ফু ইং এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।
তিনি জানান, চীনে সামগ্রিক ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিরক্ষা ব্যয়ও বাড়ছে। ২৩ লাখ সদস্যের সামরিক বাহিনীকে শুধুই আধুনিক করার পরিকল্পনা থেকে এ ব্যয় বাড়ানো হচ্ছে।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে চীন তার সামরিক বাজেট বাড়ানোর হার দুই অংকের ঘরে নিয়ে গেছে। চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনীর দেশ। তবে আমেরিকার চেয়ে চীনের সামরিক ব্যয় এখনো অনেক কম। চলতি বছর প্রস্তাবিত মার্কিন সামরিক বাজেট হচ্ছে ৫৩৪ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু আফগানিস্তান, ইরাক ও সিরিয়া মিশনে ব্যয় করা হবে ৫১ বিলিয়ন ডলার।
ফু ইং বলেন, প্রত্যেক দেশের জন্য জাতীয় নিরাপত্তার প্রশ্নটি হচ্ছে অনেক বড় বিষয় সে কারণে চীন তার সামরিক বাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে।
এএইচ/আরআই