তাপস পালের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি


প্রকাশিত: ১১:১৯ এএম, ০৪ মার্চ ২০১৫

তৃণমূলের সংসদ সদস্য তাপস পালের দক্ষিণ কলকাতার বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে সিবিআই। রোজভ্যালিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বাড়িতে এ তল্লাসী চালানো হয়।

সিবিআই সূত্র জানায়, গত দুই মাস ধরে রোজভ্যালির ব্যাঙ্ক অ্যাকাউন্ট তদারকি করে জানা গেছে বিভিন্ন সময় রোজভ্যালির কাছ থেকে টাকা নিয়েছেন তাপস পাল। এমনকি, রোজভ্যালির কর্মকর্তা কর্মচারিদের জবানবন্দি থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে যে, বিভিন্ন সময় রোজভ্যালির অফিসেও যেতেন তাপস। এরই প্রেক্ষিতে দক্ষিণ কলকাতার তাপসের ২টি ফ্ল্যাটে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাত কর্মকর্তা অভিযান চালায়।

সিবিআই সূত্র আরও জানায়, তাপস পালের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর সঙ্গে গৌতম কুণ্ডুর কী ধরনের সম্পর্ক ছিল। কেন তিনি রোজভ্যালির অফিসে বারবার যেতেন? তা খতিয়ে দেখছে সিবিআই। প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই জানিয়েছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।