জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু


প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৮ ডিসেম্বর ২০১৬

তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার অসুস্থ হয়ে পড়া ও মৃত্যুর সংবাদে এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে অন্তত ৭৭ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে বুধবার এ তথ্য জানিয়েছে।

তামিলনাড়ুতে ব্যাপক জনপ্রিয় সাবেক অভিনেত্রী ও মুখ্যমন্ত্রী জয়ললিতা রাজ্যজুড়ে আম্মা হিসেবে পরিচিত।

এদিকে তার মৃত্যুর শোকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে আম্মার দল এআইএডিএমকে।

এর আগে সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়ললিতা। এআইএডিএমকের এক বিবৃতিতে বলা হয়েছে, জয়ললিতার শারীরিক অসুস্থতা ও পরবর্তীতে মৃত্যুর সংবাদ শুনে মোট ৭৭ জন নিহত হয়েছেন।

তামিলনাড়ুর জনপ্রিয় এই মুখ্যমন্ত্রীর মৃত্যুর শোকে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে।

সূত্র : এনডিটিভি।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।