রিজভী ২ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৪ মার্চ ২০১৫
ফাইল ছবি

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর মিরপুর থানায় বিশেষ আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আবারো দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
বুধবার চার দিনের রিমান্ড শেষ হবার পর পুনরায় অন্য মামলার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে মিরপুর থানা পুলিশ রিজভীকে আদালতে হাজির করে মামলা তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন।
 
২৫ জানুয়ারি মিরপুর সনি সিনেমা হলের সামনে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মিরপুর থানার এসআই রাজিব আহম্মেদ এ মামলা দায়ের করেন।
 
এর আগে ২৭ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় রিজভীকে ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
 
গত ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাবের হাতে আটক হন রিজভী। গ্রেফতারের পর এ নিয়ে টানা অষ্টমবারের মতো রিমান্ডে নেওয়া হলো রিজভীকে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।