ইরানের ১৫ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি


প্রকাশিত: ০৫:০১ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদির একটি আদালত ওই অপরাধীদের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। খবর রয়টার্সের।

স্থানীয় আল রিয়াদ পত্রিকা নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অপরাধে ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের ছয়মাস থেকে ২৫ বছর মেয়াদে সাজা দিয়েছে রিয়াদের বিশেষ অপরাধ আদালত। এছাড়া অপরাধের প্রমাণ না পাওয়ায় বাকি দু’জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অপরাধে ২০১৩ সালে ৩০ জনকে আটক করে সৌদি পুলিশ। এদের মধ্যে ৩০ জন সৌদির শিয়া মুসলিম, একজন ইরানি এবং একজন আফগান নাগরিক। গত ফেব্রুয়ারিতে তাদের বিচারের মুখোমুখি করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের সাজা দিয়েছেন আদালত। তবে মৃত্যুদণ্ড পাওয়া আসামীরা বাদশাহর কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করতে পারবেন।

কোনো ইরানির গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকা এবং সৌদিতে মৃত্যুদণ্ড সাজা পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমী।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।