শিরশ্ছেদের নাশকতায় এবার বোকো হারাম
শিরশ্ছেদের মতো মানবতা বিবর্জিত হত্যাাকণ্ড এতোদিন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা করে আসলেও এবার তাদের তালিকায় যুক্ত হয়েছে নাইজেরিয়ার চরমপন্থী জঙ্গি সংগঠন বোকো হারাম। এতোদিন সংগঠনটি গুলি করে মানুষ হত্যা করলেও সম্প্রতি তারা দুইজনের শিরশ্ছেদ করে হত্যার ভিডিও প্রকাশ করেছে। এটাই বোকো হারামের প্রথম কোনো ভিডিওচিত্র যেখানে তারা শিরশ্ছেদকাণ্ড প্রকাশ করল। খবর রয়টার্স।
খবরে বলা হয়, সিরিয়া ও ইরাকে লড়াইরত আইএস জঙ্গিদের মতো একই কায়দায় শিরশ্ছেদকাণ্ড ঘটিয়েছে বোকো হারাম। ঠিক একইভাবে তারা ভিডিওচিত্রও প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, পেছনে জঙ্গিরা দাঁড়িয়ে আছে। তাদের সামনে হাঁটু গেড়ে বসে আছেন দুই ব্যক্তি। তাদের হাত পেছনে বাঁধা রয়েছে। দুইজনের ঠিক সামনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে বোকো হারামের জঙ্গিরা।
শিরশ্ছেদের শিকার হওয়ার আগে একজনকে ক্যামেরার উদ্দেশে বলানো হয় যে, জঙ্গিদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার জন্য সরকার তাদের নিয়োগ করেছিল। এর পরের চিত্রে ওই দুজনেরই শিরশ্ছেদ হওয়া দেহ দেখানো হয়।
বিশ্বব্যাপী সন্ত্রাসের ত্রাস নামে পরিচিত আইএস ও আল কায়েদার পরেই বিধ্বংসী হয়ে উঠছে বোকো হারাম। এই জঙ্গি গোষ্ঠীটি মূলত উত্তর নাইজেরিয়ায় কথিত ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠায় লড়াই করছে। তবে সম্প্রতি তারা পার্শ্ববর্তী দেশ চাদ, নাইজার ও ক্যামেরুনেও হামলা চালিয়েছে।
এএইচ/আরআই