জাকির নায়েকের আইআরএফে আসতো বিদেশি অর্থ


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬

ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের সংস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ আসতো। দেশটির গোয়েন্দা সংস্থা এনআইএ’র হাতে এ তথ্য তুলে দিয়েছে মুম্বাই পুলিশ। পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কিছুদিন আগে জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই ধর্মপ্রচারকের বিরুদ্ধে নানা উসকানিমূলক কার্যকলাপে উসকানি দেয়ার অভিযোগ রয়েছে। এনআইএর হাতে তুলে দেয়া ওই তথ্য জাকির নায়েকের নিষিদ্ধ ঘোষিত সংস্থা ‘আইআরএফ’র তদন্তে অগ্রগতি আনবে বলে দাবি করেছে মুম্বাই পুলিশ।

এর আগে চলতি বছরের আগস্টে বিদেশি অর্থ নেয়ার অভিযোগে ‘আরআইএফ’র বিরুদ্ধে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

জাকির নায়েক জাতীয় তদন্তকারী সংস্থার নজরে আসে ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর। জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে জঙ্গিরা গুলশান হামলায় অংশ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

হামলার আগে জঙ্গি রোহন ইমতিয়াজ জাকির নায়েকের বেশ কয়েকটি বক্তৃতা ফেসবুকে শেয়ার করেছিল। এরপর থেকেই জাকির নায়েকের কার্যকলাপের বিষয়টি এনআইএর নজরে আসে। শুরু হয় তদন্ত। তদন্তে দেখা যায়, জাকির নায়েক, তার স্ত্রী ও বিভিন্ন আত্মীয়স্বজনের অ্যাকাউন্টে প্রায় ৫০ কোটি টাকা জমা রয়েছে।

এসআইএস/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।