পার্ল হারবারে সফর করবেন জাপানি প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৬:৪২ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবারে ঐতিহাসিক সফর করবেন শিনজো আবে। এর আগে জাপানের কোনো শীর্ষস্থানীয় নেতা হাওয়াইয়ের ওই মার্কিন ঘাঁটিতে সফর করেননি। খবর বিবিসির।

১৯৪১ সালে ওই মার্কিন ঘাঁটিতে আকস্মিক হামলা চালায় জাপানি বাহিনী। ওই হামলায় সরকারি কাজের সঙ্গে নিয়োজিত ২ হাজার ৩শ’ জন নিহত হয়। জাপানের ওই হামলা যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল।

চলতি মাসের ২৭ তারিখে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন আবে। হারবারে হামলার ৭৫ বছর পূর্তির দু’দিন আগেই ওই এলাকায় শিনজো আবের সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাপান।

এক বিবৃতিতে আবে জানিয়েছেন, ‘আমরা যুদ্ধের ওই ভয়াবহতা আর ফিরিয়ে আনতে চাই না। আমি একই সঙ্গে এই আশ্বাস দিতে চাই যে, আমি জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পুনর্মিলনের বার্তা দিতে চাই।’

টিটিএন/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।