ফিনল্যান্ডে গুলিতে মেয়রসহ নিহত ৩


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৬

ফিনল্যান্ডের ইমাত্রা শহরে একটি রেস্টুরেন্টের বাইরে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে স্থানীয় এক মেয়র ও দুই সাংবাদিক নিহত হয়েছেন। রুশ সীমান্তের কাছের ছোট্ট শহরে এ ঘটনা ঘটেছে।

ইমাত্রার এলোপাতাড়ি এ হামলায় জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী এক যুবককে আটকের তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের মুখপাত্র হেলি জ্যামসেন-তুর্ক্কি বলেছেন, স্থানীয় সময় শনিবার গভীর রাতের এ ঘটনায় নিহতদের সবাই নারী। এদের মধ্যে সিটি কাউন্সিলের প্রধান টিনা উইলেন জ্যাপিয়েন রয়েছেন, তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে ২৩০ কিলোমিটার পূর্বের শহর ইমাত্রায় ২৮ হাজার মানুষের বসবাস রয়েছে। হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ওই শহরে একটি সংকট কেন্দ্র চালু করেছে। তবে শহরের এই হত্যাকাণ্ডের ঘটনা এখনো পরিষ্কার নয়।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট, রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।