ট্রাম্পকে চালাক বললেন পুতিন


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘চালাক’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন চালাক মানুষ এবং দ্রুতই তার দায়-দায়িত্ব বুঝে নেবেন।

দেশটির টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন এ মন্তব্য করেছেন। পুতিনের ওই সাক্ষাৎকার দেশটির পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টকে প্রথম সম্প্রচার করা হয়।

সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, বিশ্বে একটি রাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে বিশ্বের ভারসাম্য ধারাবাহিকভাবে পুনরায় স্থাপিত হয়েছে।

সূত্র : রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।