ইউক্রেনে নিহতসংখ্যা ৬ হাজারের অধিক : জাতিসংঘ
ইউক্রেনে গত এপ্রিলে শুরু হওয়া সহিংসতায় ছয় হাজারের বেশি লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। এছাড়া নির্মমভাবে বেসামরিক লোকদের জীবনহানি ও অবকাঠামোর ক্ষতির নিন্দা করেছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান। সোমবার তিনি এ নিন্দা জানান।
জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার জাইদ রায়াদ আল হুসেইন এক বিবৃতিতে বলেন, পূর্ব ইউক্রেনে এক বছরের যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ছয় হাজার লোক প্রাণ হারিয়েছে।
তিনি বেলারুশের রাজধানী মিনস্কে সম্পাদিত শান্তি চুক্তির প্রতি শ্রদ্ধা রাখার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বিচারে গোলাবর্ষণ ও বেসামরিক নাগরিকের জানমালের ওপর হুমকি ও সকল বৈরিতার অবসান ঘটানো হোক।
জেনেভায় মানবাধিকার সংক্রান্ত রিপোর্ট প্রকাশকালে জাতিসংঘের মানবাধিকার সংস্থার সহকারী মহাসচিব ইভান সিমোনোভিচ বলেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে সুপরিকল্পিতঅপরাধ যুদ্ধাপরাধ সৃষ্টি করতে পারে।
আরএস/আরআই