আলেপ্পোর অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্রোহীরা


প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

সিরিয়ার পূর্ব আলেপ্পো শহরের অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্রোহীরা। এক সেনা মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

গেন সামির সুলাইমান নামের ওই মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই আলেপ্পো বিদ্রোহীদের হাত থেকে সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে।

প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরোধী দলগুলোর হাত থেকে আরো একটি শহর তারিক আল বাব পুনর্দখল করেছে সিরীয় বাহিনী।

গত তিন সপ্তাহ ধরে পূর্ব আলেপ্পো পুনর্দখল করতে অভিযান শুরু করেছে সিরীয় সেনাবাহিনী। বিদ্রোহী এবং সেনাবাহিনীর লড়াইয়ের কারণে ওই এলাকায় আটকে আছে আড়াই লাখের বেশি মানুষ। তারা সেখানে তীব্র মানবিক সংকটে দিন কাটাচ্ছে।

টিটিএন/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।