কয়েক মাসে পৌনে ১ লাখ শিশুর মৃত্যু হতে পারে নাইজেরিয়াতে


প্রকাশিত: ০৮:২১ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলার পর থেকে নিজের স্বামী ও ছয় সন্তানের তিনজনের দেখা পাননি ফাতি আদামু।

দু’বছর ধরে তিনি মাইদুগরির বাকাসি ক্যাম্পে শরণার্থী হিসেবে রয়েছেন। সাত বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের সবচেয়ে ভয়াবহ রূপ দেখেছে এই মাইদুগরি। এই শহরের প্রায় ২০ লাখ লোককে ঘর ছেড়ে পালাতে হয়েছে।

জাতিসংঘ বলছে, নাইজেরিয়ার বর্নো, আদামাওয়া এবং ইয়োবোতে দুর্ভিক্ষের কারণে ঝুঁকির মুখে পড়েছে অন্তত চার লাখ শিশু; ক্ষুধার কারণে আগামী কয়েক মাসের মধ্যে যাদের ৭৫ হাজার মারা যেতে পারে।

গেল কয়েক মাসে প্রতিবেশী দেশগুলোর সেনাদের সহায়তার কারণে বোকো হারামের সঙ্গে নাইজেরিয়ার যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। হাজারো মানুষকে এ কারণে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে হয়েছে। ঘর-বাড়ি ছাড়তে হয়েছে অসংখ্য মানুষকে।

নিখোঁজ স্বজনদের বিষয়ে আদামু বলছেন, ওরা বেঁচে আছে না মরে গেছে- তাও জানি না আমি।

এনএফ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।