প্রেসিডেন্ট নির্বাচনে আর অংশ নেবেন না ফ্রাঁসোয়া ওঁলাদ


প্রকাশিত: ০৫:৫১ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। এক আকস্মিক ভাষণে নিজের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

টেলিভিশনে একটি সরাসরি সম্প্রচারিত ভাষণে ওঁলাদ বলেন, ‘আমি আবারো প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

২০১২ সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ওঁলাদ। তবে গত পাঁচ বছরে ৬২ বছর বয়সী এই প্রেসিডেন্টের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।

এদিকে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে কনসারভেটিভ রিপাবলিকান দলের প্রার্থী ফ্রাঁসোয়া ফিলো ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

একের পর এক সন্ত্রাস হামলা, দেশজুড়ে বেকারত্ব এবং ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এসব কারণেই হয়তো পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না ওঁলাদ। আগামী বছরের এপ্রিলে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

টিটিএন/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।