জুমার নামাজ না পড়লে দুই বছরের জেল


প্রকাশিত: ০৪:৩৫ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

মালয়েশিয়ার তেরেঙ্গানুতে জুমার নামাজ না পড়লে পুরুষদের এখন থেকে বিচারের মুখোমুখি হতে হবে। শাস্তি হিসেবে তাদের দিতে হবে সর্বোচ্চ ৩ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত অথবা জেল খাটতে হবে দু’বছরের জন্য।

সম্প্রতি দেশটিতে এমন একটি আইন পাস হয়েছে বলে এক খবরে জানিয়েছে নিউ স্ট্রেট টাইমস অনলাইন।

রমজান মাসের পবিত্রতা রক্ষা, নারীদের উত্ত্যক্ত করা ও ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়ার জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে।

এনএফ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।