সড়কে সেনা মোতায়েনের প্রতিবাদে রাতভর মমতার অবস্থান


প্রকাশিত: ০৪:০১ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতীয় মহাসড়কে সেনা মোতায়েনের প্রতিবাদে রাতভর নিজের দফতর নবান্নেই অবস্থান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খবর বিবিসি ও আনন্দবাজারের।    

মমতা বলছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থেই তিনি দফতর ছেড়ে যাচ্ছেন না।    

পশ্চিমবঙ্গের যেসব এলাকায় অনেকটা হঠাৎ করেই সেনা মোতায়েন করা হয়েছে, তার একটি হলো মমতা ব্যানার্জির দফতরের খুব কাছের এলাকা।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা পর্যন্তও নিজের দফতরেই ছিলেন। তার সঙ্গে ছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তা আর কয়েকজন মন্ত্রীও।

মমতা বলছেন, যতক্ষণ না তার দফতরের কাছ থেকে সেনা সরছে, ততক্ষণ তিনি অফিসেই থাকবেন।

এনএফ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।