ইরাকে নতুন করে চারটি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১০ আগস্ট ২০১৪

ইরাকে নতুন করে চারটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উত্তরাঞ্চলে ইরবিল শহরের কাছে সুন্নি কট্টরপন্থীদের সংগঠন ইসলামিক স্টেটের যোদ্ধাদের অবস্থানে এ হামলা চালানো হয়।

রোববার মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকাল (শনিবার) আইএসের অবস্থানকে লক্ষ্যবস্তু করে চালানো হামলায় মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়।

ইরাকে সুন্নি জঙ্গিদের হাতে ইয়াজিদি সংখ্যালঘুদের ‘গণহত্যা’ এবং স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে কট্টরপন্থীদের প্রবেশ ঠেকাতে গত বৃহস্পতিবার রাতে ‘সীমিত পরিসরে’ বিমান হামলা চালানোর অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।