‘মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছেন রোহিঙ্গারা’


প্রকাশিত: ১০:৪১ এএম, ৩০ নভেম্বর ২০১৬

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বলেছে, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা মানবতাবিরোধী অপরাধের শিকার হতে পারেন। সংস্থাটির সাবেক মহাসচিব কফি আনান সাত দিনের সফরে বর্তমানে মিয়ানমারে রয়েছেন, সংঘাতে বিধ্বস্ত রাখাইন প্রদেশেও যাওয়ার কথা রয়েছে তার। কফি আনানের মিয়ানমার সফরের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এ মন্তব্য করেছে।  

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইনে সেনাবাহিনীর ব্যাপক অভিযানের মুখে চলতি মাসে হাজার হাজার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে পাড়ি জমিয়েছে। রোহিঙ্গারা বলছেন, সেখানে নারীরা গণধর্ষণের শিকার হচ্ছেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন ও খুন হচ্ছেন তারা।

৩০ হাজার রোহিঙ্গা মুসলিম ইতোমধ্যে পালিয়েছে। স্যাটেলাইটে সংগৃহীত ছবি বিশ্লেষণ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রোহিঙ্গাদের গ্রামের শত শত বাড়ি-ঘর ধ্বংস করে দেয়া হচ্ছে। তবে মিয়ানমার সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, গত মাসে পুলিশ চেকপোস্টে হামলার পর সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

ধর্ষণ ও হত্যার বিষয়ে প্রতিবেদন প্রকাশের জেরে গণমাধ্যমের নিন্দা জানিয়েছে মিয়ানমার সরকার। দেশটির সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগ আনায় জাতিসংঘের এক কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে মিয়ানমার। চলতি সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান মিয়ানমার সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের নিধনের অভিযোগ আনেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।