ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ এএম, ১০ আগস্ট ২০১৪

ইরানের রাজধানী তেহরানের একটি বিমানবন্দরের কাছে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৪৮ যাত্রীই নিহত হয়েছে বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ তথ্য জানান।

বিবিসি জানিয়েছে, তেহরানের পশ্চিমে মেহরাবাদ বিমানবন্দরের কাছে বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে এ দূর্ঘটনা ঘটে। বিমানটি পূর্ব শহর তাবাসে যাচ্ছিল।

ইরানে বিমান বিধ্বস্তের ঘটনা প্রায় ঘটে। গত ২৫ বছরে ইরানে ২শ’র বেশি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ বলেও জানিয়েছে বিবিসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।