মিয়ানমারে গণহত্যা বন্ধের আহ্বান


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ৩০ নভেম্বর ২০১৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর বর্বর নির্যাতন এবং গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে আসিয়ান উলামা এবং বিভিন্ন এনজিও।

আসিয়ান উলামা সংগঠন এবং এনজিওগুলো সোমবার মালয়েশিয়ায় জরুরি বৈঠকে অংশ নেয়। মিয়ানমারে সাম্প্রতিক সময়ে গণহত্যা বন্ধের বিষয়ে সঠিক সময়ে সাড়া দিতেই ওই বৈঠকের আয়োজন করা হয়।

অর্গানাইজেশন ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং রোহিঙ্গা ভিশনের সহায়তায় হোটেল সারল্টন হলিডেতে ওই বৈঠকের আয়োজন করে মজলিশ পেরুংডিংগান পেরতুবুহান ইসলাম মালয়েশিয়া (মাপিম)। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বৈঠক চলে।

বৈঠকে রোহিঙ্গাদের ওপর বর্বর আচরণ, গণহত্যা এবং ধর্ষণ বন্ধ করে এর একটি রাজনৈতিক সমাধান বের করা, রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান করার বিষয়ে ইসলামিক দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।