অর্থনৈতিক সংহতি জোরদারে আসিয়ানের বৈঠক


প্রকাশিত: ১১:২৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর সদস্যভুক্ত ১০ দেশের অর্থমন্ত্রিদের দু’দিনব্যাপী এক বৈঠক মালয়শিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় কোতা ভারু শহরে শনিবার শুরু হয়েছে। ইকোনোমিক কমিউনিটি (এইসি) প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করতে তারা এ বৈঠকে বসছেন।

সদস্যভুক্ত ১০ দেশের মধ্যে অর্থনৈতিক সংহতি জোরদারইছ এইসির লক্ষ্য। ‘২১তম আসিয়ান ইকোনোমিক মিনিস্টার্স রিট্রিট’ শীর্ষক এ বৈঠকের আগে ১০ দেশের সিনিয়র অর্থ কর্মকর্তারা এক প্রস্তুতিমূলক বৈঠক করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর নাগাদ এইসি কার্যকর হওয়ার কথা রয়েছে। এ অঞ্চলে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চালুর লক্ষ্য নিয়ে এইসি কার্যকর করা হচ্ছে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।