কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত : ২৫ মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৯ নভেম্বর ২০১৬

কলম্বিয়ায় ব্রাজিলের ফুটবলারসহ ৭২ জন যাত্রী এবং নয়জন ক্রু নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে বলে টুইটারে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বিমানটিতে অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নিতে যাচ্ছিলেন ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা। কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে বুধবার খেলায় অংশ নেয়ার কথা ছিল দলটির।

ফেডেরিকো গুটিয়েরেজ ব্লু রেডিওকে জানিয়েছেন, এতজন আরোহীকে নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা সত্যিই খুব দুঃখজনক। স্থানীয় সময় রাত ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানটি জরুরি অবতরণের কথা থাকলেও তার আগেই এটি বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

সূত্র: গার্ডিয়ান

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।