‘বেঁচে থাকতে পারে বিধ্বস্ত বিমানের ছয় যাত্রী’


প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৯ নভেম্বর ২০১৬

ব্রাজিলের ফুটবলারসহ ৭২ জন যাত্রী এবং ৯ জন ক্রু নিয়ে একটি বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কলম্বিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি লা সেলা এবং লা ইউনিয়নের মাঝামাঝি এলাকায় থাকা অবস্থায় জরুরি অবতরণের ঘোষণা দেয়। ঠিক কি কারণে বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিল সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে বিমান কর্মকর্তাদের দাবি, বিমানের ছয় যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।

plane

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ওই বিমানটি কিভাবে বিধ্বস্ত হলো সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এক টুইট বার্তায় শহরের মেয়র জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশে রওনা করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।