রাশিয়ায় সাবেক উপপ্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০২:১৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী বোরিস নেম্তসভকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মস্কোর মধ্যাঞ্চলে বোরিসের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি থেকে চারবার গুলি করা হয়, এসময় তিনি ক্রেমলিনের পাশের একটি সেতুতে হাঁটছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বছর দুয়েক আগে পুতিনের সরকারের বিরাগভাজন হয়েছিলেন বোরিস নেম্তসভ। সেসময় তিনি অভিযোগ করেন যে, সোচি শহরে ২০১৪ শীতকালীন অলিম্পিকসের জন্য বরাদ্দ করা কয়েক বিলিয়ন ডলার চুরি করা হয়েছে। বোরিসের জন্মশহর সোচি।

১৯৯০-এর দশকে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় থেকেই পুতিনের বড় প্রতিপক্ষ হয়ে ওঠেন বোরিস। বিক্ষোভ সংগঠিত করা ও দুর্নীতির তথ্য ফাঁস করতে সহায়তা করতেন তিনি। একদিন পরই বিরোধী দলের সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।