কাস্ত্রোর মৃত্যুতে তিন দিনের শোক উত্তর কোরিয়ায়


প্রকাশিত: ০৫:১২ এএম, ২৯ নভেম্বর ২০১৬

সদ্যপ্রয়াত কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সারাবিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়া। সোমবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে দেশটিতে।  

তিন দিন দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কিউবান অ্যাম্বাসিতে পাঠানো এক শোকবার্তায় কাস্ত্রোকে ঘনিষ্ট বন্ধু ও কমরেড বলে উল্লেখ করেছেন।

উত্তর কোরিয়ার গণমাধ্যম পর্যবেক্ষণকারী জাপানি একটি সংস্থার মতে, ২০০৪ সালে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর পর এবারই প্রথম কোনো বিশ্বনেতাকে এভাবে সম্মান জানাচ্ছে উত্তর কোরিয়া।

এনএফ/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।