নাশিদ গ্রেফতার : মালদ্বীপে ব্যাপক গণবিক্ষোভ


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার তার সমর্থকরা রাজধানী মালেতে ব্যাপক গণবিক্ষোভ করেছে।

নাশিদের মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির একজন মুখপাত্র জানান, শুক্রবার বিরোধী দলের সমাবেশে যোগ দিতে শত শত দলীয় সমর্থক রাজধানীতে সমবেত হতে শুরু করেছে। অনেকে এমনকি ১৮ ঘণ্টা নৌকায় চড়েও সমাবেশে যোগ দিতে এসেছেন।

মুখপাত্র শাউনা আমিনাত এএফপি’কে বলেন, সাবেক প্রেসিডেন্ট নাশিদকে মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সরকার ভয়-ভীতি দেখিয়ে লোকজনকে সমাবেশে থেকে দূরে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমরা বড় ধরনের জমায়েত আশা করছি।

গ্রেফতারের পর আদালত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য মাত্র তিনদিন সময় দেয়। তার সমর্থকদের দাবি তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বানোয়াট এবং তাকে তার আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। এ ছাড়া তারা তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন।

মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ২০১২ সালে প্রেসিডেন্ট থাকাকালে ফৌজদারি আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদকে গ্রেফতারের কারণে সন্ত্রাসবাদের অভিযোগে গত রোববার গ্রেফতার করা হয়।

যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক শক্তি ভারত তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ এবং গত সোমবার তাকে যেভাবে টেনে-হেঁচড়ে আদালতে নেয়া হয়েছে এবং তাকে আইনি সহযোগিতা ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।