সপ্তাহে লেনদেন বাড়লেও কমেছে সূচক
রাজনৈতিক অস্থিরতা, অবরোধ-হরতালে সপ্তাহ জুড়ে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে দেশের উভয় পুঁজিবাজারে। সপ্তাহে লেনদেন ও বাজার মূলধন বাড়লেও কমেছে প্রধান মুল্যসূচক। দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের।
সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ এবং সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসইএক্স কমেছে শূন্য দশমিক ৪৯ শতাংশ। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৮ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৮৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৩১৯ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৭২৩ টাকার শেয়ার। সেই হিসেবে সপ্তাহে ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮৮ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৩৬২ টাকা বা ১৪ দশমিক ২৯ শতাংশ।
আলোচিত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে তিন কার্যদিবস মূল্য সূচক বেড়েছে। বাকি দুই কার্যদিবস সূচক কমেছে। সপ্তাহে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ।
এসময় ডিএস ৩০ সূচক কমেছে ৫ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ। তবে বেড়েছে শরীয়াহ সূচক। এসময় ডিএসইএস সূচক দশমিক ২৩ শতাংশ বা ২ দশমিক ৬২ পয়েন্টে।
সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৭ দশমিক ৩৯ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৭ দশমিক ৩২ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে পিই রেশিও বড়েছে দশমিক ৪৩ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত ছিল ১৪টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি একটি কোম্পানির শেয়ার। ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ২১ শতাংশ।
অন্যদিকে সিএসইতে আলোচিত সপ্তাহে লেনদেন হয়েছে ১২২ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ১৯৮ টাকার শেয়ার। যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১০ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৬৫৬ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১১ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ৫৪২ টাকার শেয়ার।
আলোচিত সপ্তাহে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএসইর সিএএসপিআই কমেছে দশমিক ৬৯ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ। আর সিএসইএক্স সূচক কমেছে দশমিক ৪৯ পয়েন্ট।
গেল সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
এসআই/আরএস/পিআর