১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন। শুক্রবার রাজধানীর নীলক্ষেতে গর্ভমেন্ট পাবলিক হাই স্কুলে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যেভাবেই হোক না কেন মার্চ মাসের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি তাদের অনেকবার (বিএনপি) অনুরোধ করেছি যাতে অন্তত পরীক্ষা শুরুর আগে ও পরে দুই ঘণ্টা করে হরতাল-অবরোধ না দেয়। কিন্তু তারা সেটাও করছে না। উল্টো তাদের এক নেতা বলছেন, কিসের পরীক্ষা!’

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বাচ্চাদের উৎসাহ দেবেন। আপনারা (অভিভাবক) আপনাদের একটা বাচ্চা নিয়া চিন্তা করেন। তার নিরাপত্তার কথা ভাবেন। কিন্তু আমার চিন্তা ১৫ লাখ বাচ্চার নিরাপত্তা নিয়ে।’

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।