নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৩৪


প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

নাইজেরিয়ায় পৃথক বোমা হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলের প্রধান শহর জোস ও উত্তর-পশ্চিমাঞ্চলের শহর বিউতে গত দুদিন ধরে এসব হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, জোস শহরে একটি বাস স্টেশন ও একটি পার্কিং লটে দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, বিউ শহরে একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্য ছিল স্থানীয় মার্কেট। তবে চেকপোস্ট পার না হতে পারায় বাইরেই হামলা চালায় তারা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।