খালেদাকে বাকি জীবন খালেদা জেলেই কাটাতে হবে : হানিফ
গ্রেফতারী পরোয়ানার মুখে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাকি জীবন আদালত আর জেলে কাটানোর জন্য প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামসংলগ্ন মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, অপরাধের জন্য আপনার গ্রেফতারি পরোয়ানা হয়েছে। বাংলার জনগণ চায়, খালেদা জিয়ার মতো এই জঙ্গিনেত্রীকে, এই খুনিকে অবিলম্বে গ্রেফতার করে কারাগারে নেওয়া হোক। এটা বাংলার মানুষের এখন দাবি।
তিনি আরও বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়া, আপনার রাজনৈতিক মৃত্যু ইতোমধ্যেই ঘটেছে। আপনি মানুষকে পুড়িয়ে হত্যা করে আপনার রাজনৈতিক মৃত্যু আপনি নিজেই ডেকে এনেছেন। আপনার আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, এখন আপনি বাকি জীবনটা আদালত ও কারাগারে কাটানোর জন্য মানসিকভাবে প্রস্তুত হোন। আপনার সেই দিন আসছে, বাকি জীবন আপনাকে ওই কারাগারেই কাটাতে হবে।
সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, দলের মধ্যে অনেক নেতা ও মন্ত্রী আছে যারা সুযোগ-সুবিধা নেবার জন্য সবার আগে, কিন্তু দুর্দিনে তাদের পাওয়া যায় না। যার প্রমাণ সাদেক হোসেন খোকা আর মান্নার ফোন আলাপে পাওয়া গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, সাবেক মেয়র ও সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান প্রমুখ।
এএইচ/আরআই