৩৫ বছরের মহিলার পেটে ১৫২টি পেরেক!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ০৯ আগস্ট ২০১৪

পরিবারের লোকজন ভেবেছিলেন কোনও কালা জাদু ভর করেছে তার ওপর। আসলে কিছু ধাতব বস্তু গিলে ফেলেছিলেন তিনি। আর তার ফলেই অদ্ভুত আচরণ করতে থাকেন ৩৫ বছরের ওই মহিলা।

অবশেষে হাসপাতালে এক্স রে করে চিকিত্‍সকরা জানতে পারেন অন্তত ১৫২টি ধাতব বস্তু রয়েছে তার পেটে। পেলভিকের হাড়ের কাছে ঝুলে ছিল সেগুলো। মোট ৯৬টি ছোট পেরেক, ২৩টি বড় পেরেক, স্ক্রু, কয়েন, চুলের ধাতব পিন ও একটি চাবির ছবি দেখা যায় এক্স-তে।

পেটে ব্যাথা ও নিশ্বাসে কষ্ট নিয়ে রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। রক্তাল্পতা ও অপুষ্টির চিহ্ন স্পষ্ট ছিল তার শরীরে। অস্ত্রপচারের আগে ক্রমাগত রক্ত, রক্তজাত দ্রব্য, প্রোটিন ও অন্যান্য পুষ্টির ওষুধ দিয়ে স্বাভাবিক অবস্থায় আনা হয় তাকে। অবশেষে ৯০ মিনিটের অস্ত্রপচারে চিকিত্‍সকরা বের করে আনেন বস্তুগুলি।  

বহুবছর ধরে তার অদ্ভুত আচরণের জন্য তাকে মন্দিরে নিয়ে গিয়েছে তার পরিবার। গত ৫ বছর ধরে মানসিক চিকিত্‍সাও চলছিল তার। জিনিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।