ফিদেলের মৃত্যুতে আনন্দ মিছিল
যারা বিপ্লবী চেতনা ধারণ করেন তাদের কাছে ফিদেল কাস্ত্রো এক মহান আদর্শ। আর যারা তাকে অপছন্দ করেন তাদের কাছে তিনি ছিলেন স্বৈরাচারী নিষ্ঠুর শাসক। একজন নেতা সবার কাছেই মহান হবেন- এমন কোনো কথা নেই। তার মতাদর্শ সবাইকে অনুপ্রাণিত করবে- তেমনটা ভাবারও কোনো কারণ নেই। ফিদেল কাস্ত্রোও এর ব্যতিক্রম নয়। এক জীবনে তিনি যেমন অসংখ্য ভক্ত ও সমর্থকের ভালোবাসা পেয়েছেন- তেমনি বহু মানুষের ঘৃণাও তাকে ব্যথিত করেছে।
দীর্ঘ ৫০ বছরের শাসনকালের অনেক অংশই কেটেছে মার্কিন সরকারের রোষানলের মুখে। কাস্ত্রোকে হত্যার জন্য ৬৩৮ বারেরও বেশি পরিকল্পনা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। জেমস বন্ডের চলচ্চিত্রের গুপ্তহত্যার মতোই কাস্ত্রোকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বরাবরই কাস্ত্রোবিরোধী ছিল যুক্তরাষ্ট্র।
শুক্রবার স্থানীয় সময় রাতে হাভানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই উল্লাস শুরু করে মার্কিনিরা। ‘কিউবা লিবারাল, ফ্রিডম ফ্রিডম’ বলে ফিদেলের বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিয়েছে তারা। ফিদেলের মৃত্যুতে আনন্দ মিছিল করেছে ফ্লোরিডার মিয়ামি শহরের বাসিন্দারা।
আনন্দ মিছিলে কিউবার পতাকা উড়িয়ে স্বাধীনতার স্লোগান দেয়া হয়েছে। ১৯৫৯ সালে কিউবার শাসন যখন ফিদেল কাস্ত্রোর হাতে আসে, সেই সময় থেকেই একটি নির্বাসিত জাতি ‘ফ্রি কিউবা’ আন্দোলন শুরু করে। ফিদেলের মৃত্যুতে তাই এদের এতো উল্লাস, এতো আনন্দ।
টিটিএন/এনএইচ/এমএস