নেতার বিদায়ে ৯ দিনের শোক কিউবায়


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৬

বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ৯ দিনের শোক ঘোষণা করা হয়েছে কিউবায়। ৯০ বছর বয়সী কাস্ত্রোর মৃত্যুতে শনিবার সরকারি এক বিবৃতিতে এ শোক ঘোষণা দেয়া হয়।

এ ছাড়া কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় শোকের সময় সরকারি সব কার্যক্রম ও অনুষ্ঠান স্থগিত থাকবে। সামরিক স্থাপনা ও সরকারি ভবনে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর পক্ষে অবিসংবাদিত এ নেতার মৃত্যুর সংবাদ ঘোষণা দেয়া হয়।

সরকারি বিবৃতিতে আরো বলা হয়েছে, ৯ দিনের এ শোকে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল, রেডিও ও পত্রিকায় বিশেষ তথ্যপূর্ণ, দেশপ্রেমমূলক ও ঐতিহাসিক অনুষ্ঠান ও লেখা প্রকাশ ও প্রচারিত হবে।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।