মিসের মহড়ায় বাংলাদেশ


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

দিলশান ও সাঙ্গারকারার জোড়া সেঞ্চুরিতে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৩২ রান  সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দিলশান ১৬১ ও সাঙ্গারকারা ১০৫ রান করে অপরাজিত থাকেন। তবে সহজ সুযোগ গুলো কাজে লাগাতে পারলে স্কোর বোর্ডের চেহারা হয়তো ভিন্ন হতে পারতো।

খেলার প্রথম ওভারেই থিরিমান্নেকে সাজঘরে ফেরানোর মোক্ষম সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার বল থিরিমান্নের ব্যাটে লেগে চলে গিয়েছিল প্রথম স্লিপে দাঁড়ানো এনামুল হকের কাছে। অতি সহজ ক্যাচটা দুই-তিনবারের চেষ্টায়ও তালুবন্দি করতে পারেননি এনামুল। এনামুল হকের পর মুশফিকুর রহিমও ‘জীবন’ দিয়েছেন থিরিমান্নেকে। ২২তম ওভারে সাব্বির রহমানের বলে সহজ একটি স্ট্যাম্পিংয়ের সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক।

৪১তম ওভারে সাঙ্গাকারার একটি ক্যাচ ফেলে দেন ভালো ফিল্ডার হিসেবে সুনাম কুড়ানো মুমিনুল। রুবেল হোসেনের বলে পয়েন্টে দাঁড়িয়ে অতি সহজ ক্যাচটা তালুবন্দি করতে পারেননি এই তরুণ ক্রিকেটার। সে সময় সাঙ্গাকারা ছিলেন ৬০ রানে। ৪২তম ওভারে দিলশানকে রানআউটের একটা ভালো সুযোগও নষ্ট করেছেন এনামুল-মুশফিক। সে সময় দিলশান ব্যাট করছিলেন ১০৬ রান নিয়ে। এখন দেখার বিষয় ৩৩৩ রানের লক্ষ্যে টাইগাররা কেমন ব্যাটিং করে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।