দাবানল ঠেকাতে ইসরায়েলকে ফিলিস্তিনের সহায়তা


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৬ নভেম্বর ২০১৬

ইসরায়েলে চতুর্থদিনের মতো ছড়িয়ে পড়া দাবানল ঠেকাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী ফিলিস্তিন। দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিন ইতোমধ্যে ফায়ার সার্ভিসের চারটি দলকে ইসরায়েলে পাঠিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলে দুই দেশের ফায়ার সার্ভিসের কর্মীরা সমন্বয় করে কাজ করছেন।

চারদিন আগে ইসরায়েলে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত ১৩০ জন আহত হয়েছেন। এদের অধিকাংশই অতিরিক্ত ধোঁয়ায় আহত হয়েছেন; তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

বৃহস্পতিবার ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য ১০টি বিমান পাঠিয়েছে রাশিয়া, তুরস্ক, গ্রিস, ইতালি, ক্রোয়েশিয়া ও সাইপ্রাস।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।