মন্ত্রীর বুলেটপ্রুফ বাথরুম নিয়ে তুমুল সমালোচনা


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২৬ নভেম্বর ২০১৬

নিজের নতুন বাড়িতে বুলেটপ্রুফ বাথরুম বানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বৃহস্পতিবার নতুন এই বাড়িতে উঠেছেন মন্ত্রী। খবর বিবিসির।

বুলেটপ্রুফ বাথরুমের সঙ্গে এই বাড়িতে রয়েছে আড়াইশো আসনের এক মিলনায়তনও। বাড়িটির নাম দেয়া হয়েছে ‘প্রগতি ভবন।’

মন্ত্রীর এই বুলেটপ্রুফ বাথরুম নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন,  বুলেটপ্রুফ বাথরুমের দরকার কেন পড়লো তার?

টুইটারে চন্দন সিং নামে একজন মন্তব্য করেছেন, এই লোকটি এমনকি বাথরুমে পর্যন্ত শান্তি খুঁজে পাচ্ছে না।

লোকেশ নামে আরেকজন মন্তব্য করেছেন, প্রিয় কে চন্দ্রশেখর রাও, বাথরুমকে বুলেটপ্রুফ নয়, ওয়াটারপ্রুফ করতে হয়। আপনি কি বাথরুম থেকে কোনদিন বের হবেন না?

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।